পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েন নগরময়। কারো হাতে ঝাড়–, কারো হাতে ময়লার ঝুড়ি বা ব্যাগ।
নগরীকে পরিচ্ছন্ন করার স্বার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী নগরীতে ঝাড়ু হাতে নামেন। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীতে এমন দৃশ্য দেখা গেছে। ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উপলক্ষে ‘পরিবর্তন চাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই স্বেচ্ছাসেবীরা নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নামে।
তাদের মূল লক্ষ্য ছিল নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কাজ শুরু করেন তারা।
পরে নগরীর চৌহাট্টা থেকে শুরু করে কিনব্রিজ পর্যন্ত সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনইউ/আরআই