শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিহত সাংবাদিকের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় আগামী ২/৩ দিনের মধ্যে শিমুলের স্ত্রী নুর নাহার খাতুনকে নিয়োগপত্র দেয়ার ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এটা খুবই দু:খজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।
এলাকাবাসী পৌর মেয়র বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। অচিরেই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রী পত্নী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আলীমুল রাজীব প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরআই