বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়িতে গোপন বৈঠকের সময় ২৮ নারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (অপারেশন) শরিফুল ইসলাম শনিবার(০৪ ফেব্রয়ারি) রাতে বাংলানিউজে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতার নারীরা জামায়াতের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন বাসায় ইসলামের দাওয়াত দেওয়ার নামে দল গোছানো, লিফলেট বিতরণ, বৈঠক করাসহ বিভিন্ন কর্যক্রম পরিচালিত করতেন।
তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে। আশা করছি রিমান্ড শেষে এই নারীদের সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
তিনি আরও জানান, গোপন বৈঠক করা ওই বাড়ি থেকে তল্লাশি শেষে গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। নথি যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
এর আগে, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাজমহল রোড থেকে ১১ নম্বর লেনে প্রবেশের পর ঠিক দু’টি বাড়ির পরেই ১১/৭ নম্বর বাড়িটির অবস্থান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সবুজরঙা দোতলা বাড়িটি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। বাড়িটির মালিক এ কে এম জয়নাল আবেদিন। তিনি পিডব্লিউডির সাবেক কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএটি/পিসি