ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মান্দায় ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রী নিহত

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার নিয়ামতপুর অঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে মো. ইদ্রিস আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলীর বাড়ি উপজেলার হাটুইর গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে গরু নিয়ে হাটে যাচ্ছিলেন ইদ্রিস।

পথে নিয়ামতপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ওই ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইদ্রিস। এ সময় ভটভটি চালক গুরুতর আহত হন।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।  

এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।