অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বয়স আর তার রাজনীতি জীবনের বয়স সমান। তার সমতুল্য রাজনীতিক আর বেশি নেই।
রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডির ঝিগাতলায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে যখন ফার্স্ট সেশন হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তখন সুরঞ্জিত সেনগুপ্ত ২৬ বছরের ইয়াং ম্যান, সেই থেকেই সে পার্লামেন্টারিয়ান। এমনকি সেই একমাত্র অপজিশন পার্লামেন্টারিয়ান ছিলেন। সে কারণে সুরঞ্জিত সেনগুপ্ত বড় কৃতিত্বের অধিকারী।
তিনি বলেন, সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। সে সংবিধান সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আপাদমস্তক পার্লামেন্টারিয়ান। পপুলার পার্লামেন্টারিয়ান।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/পিসি