ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
গাজীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গাজীপুর: গাজীপুরের ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় হিমা আক্তার সাহেরা (৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

রোববার (০৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ দ‍ুর্ঘটনা ঘটে। হিমা স্থানীয় হাতেখড়ি পাবলিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

 

হিমা গাজীপুর ইটাহাটা এলাকার মুদি ব্যবসায়ী সজল হোসেনের মেয়ে।  

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলো হিমা। ইটাহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ হিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭

আরএস/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।