ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে কৃষককে শ্বাসরোধে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সিংগাইরে কৃষককে শ্বাসরোধে হত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে আব্বাস উদ্দিন (৫২) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিংগাইর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা  নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন আব্বাস উদ্দিন।

রোববার ভোরে ঘর থেকে বের হয়ে পরিবারের সদস্যরা আব্বাস উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আব্বাসের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোন এক সময় আব্বাস উদ্দিনকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়:১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।