রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিংগাইর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন আব্বাস উদ্দিন।
ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতের কোন এক সময় আব্বাস উদ্দিনকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়:১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ