ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বৃত্তি পেলেন ঢাবির ৩ মেধাবী শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বৃত্তি পেলেন ঢাবির ৩ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়:  ২০১৫ সালে বিএসএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) ৩ মেধাবী শিক্ষার্থীকে ‘নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল বৃত্তি-২০১৫’ দেওয়া হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে (২য় তলা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফারহানা বেগম,  সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিম এবং অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজমা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. নাদিম জাহাঙ্গীর।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, তোমরা তোমাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি পেয়েছ। বেগম নুজহাতের যে অবদান রয়েছে তা স্মরণ রাখবে।

মহিউদ্দীন খান আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদালয় সকলের গৌরবের। এই বিশ্ববিদ্যালয় আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।  

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ইসলামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের শেখ রোকাইয়া হাসান ও নৃবিজ্ঞান বিভাগের আনিকা ইন্তেসার।

ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. নাদিম জাহাঙ্গীর প্রয়াত নৃবিজ্ঞানী শামসুল আরেফিনের জন্য ট্রাস্ট ফান্ড গঠনে ২৫ লাখ টাকার চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসকেবি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।