রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) ময়নুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক শাহ আলম জানান, এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার করা ১০ আসামিকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক রোকন মোজাম্মেল হক (৫৫), জামায়াত কর্মী আমিনুল ইসলাম (৬৬), শফিকুল ইসলাম ঢলু (৩৮), শাহিন মাহামুদ (৫৪), শিবির নেতা মামুনুর রশিদ (২৬), মাহাতাব আলী (৩০), সিরাজুল ইসলাম (৫১), রাতুল ইসলাম (২৩), লাল মিয়া (৪৪) ও গোলাম মোস্তফা (৩৮)।
৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে ২ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই