ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যালয় পোড়ানো মামলায় রঞ্জু ফের ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বিদ্যালয় পোড়ানো মামলায় রঞ্জু ফের ২ দিনের রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি নামে একটি বিদ্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান সন্দেহভাজন আসামি রঞ্জু মিয়ার (৩০) ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রঞ্জুকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তিনদিনের রিমান্ড শেষে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জুর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। এ ব্যাপারে রোববার শুনানির দিন ধার্য করেন বিচারক।

সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, রঞ্জু মিয়াকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিদ্যালয় পোড়ানোর ঘটনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেজন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবারও আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বে-সরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় ২০০৩ সালে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দেয়। আগুনে অফিস কক্ষসহ সাতটি ক্লাসরুম, এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র, রেজিস্টেশন কার্ড, সাটিফিকেট, নম্বরপত্র আসবাবপত্র ও শিক্ষা সরঞ্জাম পুড়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় নাশকতার মামলা করেন।

রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মজিবর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।