ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রাকৃতিকই শুধু নয় মানবসৃষ্ট দুর্যোগেও পাশে থাকে রেড ক্রিসেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
প্রাকৃতিকই শুধু নয় মানবসৃষ্ট দুর্যোগেও পাশে থাকে রেড ক্রিসেন্ট ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ আয়োজিত আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্মেলন-২০১৭-ছবি-বাংলানিউজ

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের একটি বড় অংশ বিভিন্ন ধরনের দুর্যোগে প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ (বিডিআরসিএস)  আয়োজিত আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্মেলন-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে  মন্ত্রী এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মায়া আরও বলেন, রেড ক্রিসেন্ট শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দীর্ঘ সময় ধরে মানবিক সহায়তা দিয়ে আসছে।

২০১৬ সালে দুর্যোগের ভয়াবহতার দিক থেকে ১৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম এমন তথ্যও জানানো হয় এই সভায়।  

বিডিআরসিএস- এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিডিআরসিএস- এর সেক্রেটারি জেনারেল বিবিএম   
মাজহারুল হক। তিনি বলেন, আমি আশা করি ২০১৭-২০২০ মেয়াদের যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশ বিশ্বে দুর্যোগের সুপার মার্কেট। ২০১৬ সালে দুর্যোগের ভয়াবহতার অবস্থানের দিক থেকে ১৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশ সামনের সারিতে অবস্থান করছে।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বাহারাইন, সুইডেন, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।  

বিডিআরসিএস-এর এশিয়া প্যাসিফিকের হেড অব অপারেশন মার্টিন ফালার (Martin Falar) আলোচনায় অংশ নিয়ে বলেন, বিশ্বের ১৯০টি দেশে রেডক্রিসেন্টের ১০ লাখ স্বেচ্ছাসেবক প্রতিদিন কাজ করে যাচ্ছে।

বাংলাদেশকে দুর্যোগের সুপার মার্কেট বলা হলেও দেশটি তা মোকাবিলায় সম্প্রতি উল্লেখযোগ্য উন্নতি করেছে, বলেন মার্টিন ফালার।

স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. মাসিমো বারা (Massimo Barra) দিন দিন দুর্যোগ মোকাবিলা চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মত দেন। তিনি বলেন, সব কিছুকেই বিবেচনায় নিয়ে মানব সম্পদ রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে।

এ সম্মেলনে ২০১৭-২০২০ মেয়াদের কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

কেজেড/আরআর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।