রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭১ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিকের প্রয়াণে তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব পৃথক বার্তায় এ শোক জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তকে ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী আন্দোলনের নেতা হিসেবে বর্ণনা করেন।
বিপুল জনপ্রিয়তায় বারবার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দেশের জনসেবায় ও আইন প্রণয়নে যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে, বলেন হাসানুল হক ইনু।
তথ্যসচিব মরতুজা আহমদ তার বার্তায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে তার নিজ জেলার একজন কৃতিসন্তান, আইনজ্ঞ এবং জনদরদী নেতা হিসেবে উল্লেখ করে গভীর শোক জানান।
তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমআইএইচ/এটি