ঢাকা: রাজধানীর উত্তরায় মেয়ের পায়ে গুলি করে দুর্বত্তরা মায়ের কাছে থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে উত্তরা বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগী তার মেয়েকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে দু’টি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর মেয়ের পায়ে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
অপরাধীদের আটক করতে অভিযান চলছে, জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এজেডএস/এটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।