ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনে কাটা পড়ে মুদি দোকানির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সিলেটে ট্রেনে কাটা পড়ে মুদি দোকানির মৃত্যু

সিলেট:  সিলেটে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কানাই দেব (৪৭) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর দক্ষিণ সুরমার মুমিনখলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানাই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইন্দেশ্বর গ্রামের গুপিমোহন দেবের ছেলে এবং দক্ষিণ সুরমা শিবাবাড়ি কৈতপাড়ার পরেশচন্দ্রের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিববাড়ি এলাকার ‘দ্বীপ স্টোর’ নামে মুদি দোকানের স্বত্বাধিকারী ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন উপর মোবাইল ফোনে কথা বলছিলেন কানাই দেব। এমন সময় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সিলেট রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল খান বাংলানিউজকে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই ব্যবসায়ীর দেহ ত্রিখণ্ডিত হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনইউ/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।