ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘বাবা মানুষের কল্যাণে কাজ করেছেন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘বাবা মানুষের কল্যাণে কাজ করেছেন’ সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত। ছবি: সুমন শেখ

ঢাকা: সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, অভিভাবকহীন মনে করি না। প্রধানমন্ত্রী আগেও আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। আশা করি, এই ক্রান্তিকালেও তিনি আমাদের পাশে থাকবেন। 

তিনি বলেন, বাবা মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি দেখেছি, বাবার কাছে এসে কেউ খালি হাতে ফেরত যাননি।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল পৌনে ৪টার দিকে এ কথা বলেন তিনি। এখানে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।