আসামিরা হলেন-শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), একই উপজেলার বারাবেরি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর, নলুয়া গ্রামের শুকুর আলীর ছেলে আরশাদ আলী, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল ও শক্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সিং বাংলানিউজকে জানান, রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
এর আগে শনিবার মামলার অপর আসামি মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই