ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলের হত্যাকারীর ফাঁসির দাবি সাংবাদিক নেতাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শিমুলের হত্যাকারীর ফাঁসির দাবি সাংবাদিক নেতাদের বিক্ষোভ-সমাবেশে বক্তারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর ফাঁসির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও সমকাল পরিবারের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, শুধু গ্রেফতার করলেই চলবে না; মেয়র মীরুর সর্বোচ্চ সাজা ফাঁসি সরকারকে নিশ্চিত করতে হবে।

তার সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

সমাবেশে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, শাহবাগে সাংবাদিক নির্যাতনের সঙ্গে শাহাজাদপুরে শিমুল হত্যার ঘটনার মিল রয়েছে। শাহবাগে পুলিশ সাংবাদিকদের নির্যাতন করছে আর শাহজাদপুরে পুলিশের পাহারায় সাংবাদিককে হত্যা করা হয়েছে।

সারাদেশের সংবাদমাধ্যম কর্মীদের কেউই শান্তিতে নেই উল্লেখ করে তিনি বলেন, মামলা হামলাসহ নানাভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এ অবস্থা যদি বেশি চলে তবে দেশের জন্য সুখকর হবে না।

সারাদেশে সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, দেশের সাংবাদিক সমাজ আজ বিভক্ত বলে সংবাদমাধ্যম কর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে ৫৭ ধারার অপব্যবহারও পুলিশ করতে পারতো না এবং সাংবাদিকরা এভাবে নির্যাতনের শিকার হতো না।

এ সময় তিনি সাগর-রুনীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আজ পাঁচ বছর হয়ে গেলো সাগর-রুনীর হত্যাকাণ্ডের বিচারও হয়নি এবং খুনিদের খুঁজেও বের করতে পারেনি সরকার।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফিক, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সমকালের বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু ও চিফ রিপোর্টার লোটন ইকরাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।