রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জসিম উদ্দিন, মামুন মুন্সী ও মান্নান হাওলাদার।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি সুভাষ চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, দুপুরে মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন ও সাত টন জাটকাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা ভূমি সহকারী কমিশনার শরিফুল ইসলাম জসিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড ও মামুন মুন্সী এবং মান্নান হাওলাদারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় জব্দ করা পলিথিনগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি