ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
কারওয়ান বাজারে আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে সড়ক দ‍ুর্ঘটনায় আহত সাইদুর রহমান (৪০) মারা গেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পথচারী আবির হোসেন জানান, দুপুর ২টার দিকে কারওয়ান বাজার এলাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন সাইদুর।



ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে আসেন আবদুস সালাম। তিনি জানান, তারা মিরপুর পীরের বাগ এলাকায় বসবাস করেন। সাইদুর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এজেডএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।