ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম প্রেসক্লাবের সঙ্গে জড়িত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শরিফুন্নেছা।

রোববার (০৫ ফেব্রুয়ারি) ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির, সাহিত্য সম্পাদক একাব্বর হোসেন সরকার পুটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম  বেনজির, ক্রীড়া সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান রয়েল, নির্বাহী সদস্য তাছলিমা হক, কামরুল হাসান, জাকারিয়া লিটন, আমিনুল ইসলাম শাহীন, রাজু আহম্মেদ, সাব্বির হোসেন খান, সেলিম রেজা প্রমুখ।

সভায় সাংবাদিকরা নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শরিফুন্নেছা সবার বক্তব্য ধৈর্য্য ও গুরুত্ব সহকারে শোনেন।
 
পরে তিনি মানুষের কল্যাণে যে কোনো সমস্যা সমাধানে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।