ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ব্যবসায়ী ওমর ফারুকের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শেরপুরে ব্যবসায়ী ওমর ফারুকের দাফন সম্পন্ন

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ব্যবসায়ী ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) উপজেলার হামছায়াপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ও জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, কার্যকরী সহ-সভাপতি সাদেক হোসেন, মরহুমের বড় ভাই জেলা সিএনজি চালিত অটোরিকসা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শেখ।


 
ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মানছুরুর রহমান তার জানাজা নামাজ পড়ান।
 
ব্যবসায়ী ওমর ফারুক বাংলানিউজের বগুড়ার স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেনের চাচাতো ভাই।
 
শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে হামছায়াপুরস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।