ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি: দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খাগড়াছড়িসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র খাগড়াছড়ি জেলা সভাপতি শিক্ষাবীদ বোধিসত্ব দেওয়ান, প্রবীন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, সাংবাদিক আবু দাউদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।