রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন শিকারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুরাতন শিকারপুর এলাকা থেকে ইউরিয়া সার পাচার করা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়, এসময় ওই এলাকায় অবস্থিত খান সন্সের ঘাট নামে পরিচিত নদী সংলগ্ন এলাকা থেকে ২টি ট্রাক ও তমাল ও তমাল-১ নামে ২টি কার্গোসহ প্রায় সাড়ে ৯৬০ মেট্রিক টন সার জব্দ করা হয়।
কার্গো থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ইউরিয়া সার ট্রাকে করে মাদারীপুরসহ অন্যত্র পাচার করা হচ্ছিলো।
এ ঘটনায় জড়িত স্থানীয় ১ জনসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশে তৈরি এ সার শিকারপুর এলাকার একটি বাফার গোডাউনের নামে আসছিল। তবে উজিরপুরে কোন বাফার গোডাউন নেই। আর চালানেও কোন সারের পরিমাণ উল্লেখ করা ছিলো না। এছাড়া গত ২ দিন ধরে কার্গোগুলো থেকে অর্ধেক পরিমাণ সার সরিয়ে ফেলা হয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএস/আরএ