ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রওশন এরশাদের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রওশন এরশাদের শোক

ময়মনসিংহ: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নে যে অসামান্য অবদান রেখে গেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো।

যা পূরণ হওয়ার নয়। ’

এসময় রওশন এরশাদ সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।