ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: দৈনিক সমকালের সিরাজগঞ্জ, শাহাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল ইলাম নয়ন, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ আলী, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, ফেরদৌস কোরাইশী টিটু, মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, রুহুল আমীন রিপন, এসএইচ কাইয়ুম নীলকণ্ঠ আইচ মজুদমার, রেজাউল করিম বিপ্লব প্রমুখ।

এ সময় সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময় ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।