ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তারানা হালিমের সঙ্গে টেলিনর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষা‍ৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
তারানা হালিমের সঙ্গে টেলিনর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষা‍ৎ তারানা হালিমের সঙ্গে টেলিনর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষা‍ৎ

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণ‍ালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে টেলিনর গ্রুপের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল।

রোববার (০৫ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশে টেলিকম শিল্পের অবস্থা, ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ, গ্রামীণফোনের মাধ্যমে বাংলাদেশে টেলিনর’র দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধতা এবং টেলিযোগযোগ শিল্পের ডিজিটালাইজেশন প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন- টেলিনর এএসএ’র চেয়ারপারসন গুন ওয়েরস্টেড, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও পেটার বি ফারবার্গ এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।