আটককৃতরা হলেন, গোলাম কবির খান ও মো. জসিম উদ্দিন। এদের দুজনকে সোমবার আদালতে হাজির করা হবে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এতথ্য জানান।
গোলাম কবির খানকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। দুদকের রংপুরের উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে সোনালী ব্যাংক লি: এর লালমনিরহাট শাখা হতে ১৮ লক্ষ ৩২ হাজার ৮৫৫ টাকার ৫টি এলসি ডকুমেন্ট ব্যাংক থেকে ছাড় না করার অভিযোগে মামলা রয়েছে। শুধু তাই নয়, ব্যাংকের ভুয়া এনওসি দিয়ে তিনি কাস্টমস থেকে মালামাল খালাস করতেন।
অভিযোগগুলো এনে ২০১৫ সালের ২৮ অক্টোবর লালমনিরহাট থানায় একটি অর্থ-আত্মসাতের মামলা করা হয়। মামলা নম্বর ২৫। তারই জের ধরে গোলাম কবীরকে রোববার ঢাকা থেকে গ্রেফতার করা হলো।
অন্যদিকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী মো: জসিম উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জেলা শহরের নবগ্রাম রোড থেকে গ্রেফতার করেছে দুদক।
দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো: আক্তার হোসেনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মোঃ আল-আমিন আসামিকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ-এর ৩ লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ২২ ডিসেম্বর বরিশালের বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর মামলা নং ১১।
আটককৃত দুই জনকেই সোমবার আদালতে হাজির করা হবে বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ১৭৫০ঘন্টা, ফেব্রুয়ারি ৫,২০১৭
এসজে/এমএমকে