ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
গাইবান্ধায় ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধায় ফুয়াদ হোসাইন নামে এক ভুয়া সাংবাদিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলেয়া ফেরদৌসি এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফুয়াদ হোসাইন সদর উপজেলার তুলসিঘাট এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ফুয়াদ একজন নেশাগ্রস্ত যুবক। এছাড়া তার বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় শহরের তুলশিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে সাংবাদিক বলে দাবি করে। পরে ওই পত্রিকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কার্ডটি অনেক আগেই বাতিলসহ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান।

এরপর, বিকেলে ফুয়াদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।