রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুকবুল ওই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. ইউনুছ পাটওয়ারীর ছেলে।
নিহতের বড় ভাই হোসেন পাটওয়ারী বাংলানিউজকে জানান, বিকেলে মোবাইল চার্জ দিতে গিয়ে মকবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মুকবুল মারা যান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি