ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে নারী নিহত 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী স্কুল মোড়ে আলমসাধু ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চামেলী খাতুন (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

এতে গুরুতর আহত হয়েছে এসএসসি পরীক্ষার্থীসহ চারজন। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার পাটাচোরা গ্রাম থেকে একটি আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে নাপিতখালী স্কুল মোড়ে আলমসাধুটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি সড়কের ওপর উল্টে গেলে জাহাঙ্গীর, চামেলী খাতুন, রাফিজা বেগম, এসএসসি পরীক্ষার্থী আনান ও মোটরসাইকেল চালক বেলু গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চামেলী মারা যান।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ এসব তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।