রোববার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা বেগম শৈলকুপা উপজেলার হরিহারা গ্রামের সাইফুদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন- কুষ্টিয়ার লিটন, ভেড়ামারা উপজেলার আসলাম খান ও কালাম হোসেন, শৈলকুপার মনোহরপুর গ্রামের অরবিন্দ, নিকবার হোসেন, ঝিনাইদহের শেরে বাংলা সড়কের সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম লিটন, কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার মৃত মনছুর আলীর স্ত্রী মমতাজ খাতুনসহ ১৫ জন।
ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) প্রবীর কুমার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস দোকানঘর এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে একটি মোটরসাইকেল রাস্তার ওপর উঠে পড়ে। এসময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আফরোজা বেগম নিহত ও আরও ১৬ জন আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি