রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে আমার পরিচয় ১৯৭০ সালে।
শিল্পমন্ত্রী বলেন, তারপর থেকে আমি তার বিভিন্ন বক্তৃতা শুনতাম। আমি বিভিন্ন সময় তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতাম। আমরা জানি, উনি সংবিধান প্রণয়নের সময় স্বাক্ষর করেননি। জাতীয় চার নীতির বিষয়ে কখনও তিনি আপোষ করতেন না।
সংবিধান সংশোধন কমিটি’র কো-চেয়ারম্যান ছিলেন তিনি। সংবিধান সংশোধন করার সময়ও স্বক্ষর করবেন কি করবেন না তা নিয়ে দ্বিধায় ছিলেন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাক- এটা তিনি চাইতেন না। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
** সুরঞ্জিতের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/এটি