রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের দেখা করার বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলানিউকে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে ৬টায় সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।
এর আগে বিকেল ৪টায় সার্চ কমিটি চতুর্থ দফায় বৈঠক করবে। ওই বৈঠকেই ২০ জনের সংক্ষিপ্ত নামের তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হতে পারে। কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার কাছে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এদের মধ্য থেকে রাষ্ট্রপতি আগামী ৫ বছরের জন্য ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।
এর আগে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ব্যক্তিদের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জানান, আগামী ৮ ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠাবে সার্চ কমিটি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসকে/এটি