নীলফামারী: নীলফামারীর ডোমারে দুই খাবারের হোটেলকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোছা. ফুয়ারা খাতুন এ জরিমানা করেন।
ডোমার থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ডোমার উপজেলা মোড়ের রুবেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বাবুলের হোটেলে অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই হোটলকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০০৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।