সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে সবশেষ পরিস্থিতি ব্রিফ করেন তারা। এছাড়াও গত পাঁচবছরে কমিশনের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে এসময় আলোচনা হয় বলে জানিয়েছের নির্বাচন কমিশন সূত্র।
আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনাররা বিকেল সাড়ে তিনটায় দেখা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) শেষ হবে এই নির্বাচন কমিশনের মেয়াদ। ওই রাতেই সিইসি ও অপর কমিশনারদের বিদায় সংবর্ধনা জানাবে ইসি সচিবালয়।
বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
ইইউডি/এমএমকে