ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে চায়ের দোকানদার গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে চায়ের দোকানদার গুলিবিদ্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশকে লক্ষ্য করে ছোড়া দুর্বৃত্তদের গুলিতে তাছের আহম্মেদ (৩৮) নামে এক চায়ের দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুমারখালীর কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তাছের আহম্মেদ কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে তিনটি মোটরসাইকেলে ছয় জন দ‍ুর্বৃত্ত খোকসা অভিমুখে যাচ্ছিলেন। এসময় কুমারখালী থানার কনস্টেবল রোকনসহ দুই জন পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে আলাউদ্দিন নগর থেকে ফিরছিলেন। দুর্বৃত্তরা তাদের ধাওয়া করছে ভেবে ওই দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তারা কাজীপাড়া মোড়ে পৌঁছালে পুলিশ সদস্যদের চিৎকারে চায়ের দোকানদার তাছের আহম্মেদসহ স্থানীয়রা একটি মোটরসাইকেল আটক করে। পরে দুর্বৃত্তরা তাছের আহম্মেদের পায়ে গুলি করে একটি মোটরসাইকেল ফেলে আবারও কুষ্টিয়ার দিকে পালিয়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ত‍াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।