রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ২০১১ ও ১২ সালে কালাই হাট-বাজার ইজারার অর্থ তছরুপ ও অনিয়মকে কেন্দ্র করে বেলাল তালুকদার ও হাট ইজারাদার রেজাউল করিমের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
বেলাল তালুকদার স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলার অপর আসামি ইজারাদার রেজাউল করিম পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা ও সরকারি পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম, অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ