ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় আড়াই মন গাঁজাসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
চান্দিনায় আড়াই মন গাঁজাসহ যুবক আটক চান্দিনায় আড়াই মন গাঁজাসহ যুবক আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় আইন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো দুইটি প্রাইভেটকারে তল্লাশি করে আড়াই মন গাঁজাসহ মামুন আকতার (২৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। মামুন আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ লেখা স্টিকারের দুইটি প্রাইভেটকার থামানো চেষ্টা করা হয়। প্রাইভেটকার দুইটি না থামিয়ে দ্রুত পালানো চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশ ধাওয়া করে দুইটি গাড়িসহ একজনকে আটক করলেও বাকি দুই জন পালিয়ে যান।

এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।