ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ ক্রিকেট টিমের একটি উইকেটের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সংসদ ক্রিকেট টিমের একটি উইকেটের পতন

জাতীয় সংসদ ভবন থেকে: সুরঞ্জিত সেনগুপ্ত দক্ষিণ এশিয়ার একজন ঝানু পার্লামেন্টারিয়ান। আপাদমস্তক তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার লোক ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা তার পাশে বসে আছেন, মতিয়া আপাকে বাদ দিয়ে অন্যরাসহ একটি ক্রিকেট টিম ছিলো।

সেই টিমের একটি উইকেটের পতন হলো।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তিনি সংসদীয় গণতন্ত্রের একজন দিকপাল। সংসদীয় গণতন্ত্রে তার অবদান অতুলনীয়। তিনি ১৯৭২ সালে গণ পরিষদের সদস্য হিসেবে একমাত্র বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু সুরঞ্জিত সেনগুপ্তকে স্নেহ করতেন। তার মৃত্যুতে সংসদে অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালের সংসদে তার বক্তব্য শুনে আমি অনু্প্রাণিত হয়েছিলাম। সুরঞ্জিত সেনগুপ্তের শেষ বক্তৃতার সময় ডেপুটি স্পিকার হিসেবে আপনার (স্পিকার) অনুপস্থিতিতে স্পিকারের চেয়ারে বসে তার বক্তব্য শুনে তখনই আমি শিখেছি, কীভাবে সংসদে কথা বলতে হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/ওএইচ/এসএনএস

**
বিরোধী দল হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত একাই একশো ছিলেন
** সংসদে শেষ বক্তৃতায় যা বলেছিলেন সুরঞ্জিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।