ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, সমন জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, সমন জারি

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের বিরুদ্ধে আত্মসমর্পণকারী মুক্তিযোদ্ধার অভিযোগ তোলায় আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে সিআর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক আব্দুল বারী।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন্নেছা খানম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিবাদী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ১৪ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষর নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবর নালিতাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার শাহাব উদ্দিনের বিরুদ্ধে আত্মসমর্পণকারী (যুদ্ধ চলাকালীন তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমপর্ণ করেছিলেন)মুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ এনে লিখিত অভিযোগ দাখিল করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে ২৮ জানুয়ারি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব তরফদার সোহেল রহমান, শাহাব উদ্দিনকে যাচাই বাছাই কমিটি থেকে প্রত্যাহার করে ডেপুটি কমান্ডার আব্দুস সালামকে সদস্য মনোনীত করেন।

পরে বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে লিখিতভাবে জানিয়ে ডেপুটি কমান্ডার আব্দুস সালাম মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অনুপস্থিত থাকেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।