ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শহরকে পরিষ্কার রাখতে আলাদা ভূমিকা রাখছে ডিএনসিসি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
শহরকে পরিষ্কার রাখতে আলাদা ভূমিকা রাখছে ডিএনসিসি  ডিএনসিসি’র প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল / ছবি: শাকিল

ঢাকা: শহরকে সবুজয়ায়ন ও পরিষ্কার-পরিছন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আলাদা ভূমিকা রাখছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ডিএনসিসি’র প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
 
আনিসুল হক বলেন, আমরা গুলশান-২  নম্বরে নতুন অফিসের কার্যক্রম আরম্ভ করেছি।

আশা করছি, রাজধানীবাসীকে এখান থেকে সুন্দর ও পরিছন্ন শহর উপহার দেবো। তাদের সেবার পরিমাণও বাড়াবো।  
 
তিনি আরও বলেন, আমরা নতুন কার্যালয়ে পরিচালনার মাধ্যমে নগরবাসীর দুঃখ-দুর্দশা পর্যবেক্ষণ এবং এখান থেকে তা সমাধান করবো।  

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
ওএফ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।