ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গুলিতে নিহত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
খুলনায় আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গুলিতে নিহত

খুলনা: খুলনায় আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪২) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় নিজাম উদ্দিন (৩২) নামে অপর একজন গুলিবিদ্ধ হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নজরুল বটিয়াঘাটা উপজেলার করেরডোন এলাকার মৃত আইনুদ্দিনের শেখের ছেলে। খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা বাংলানিউজকে জানান, নজরুল বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, নজরুল উপজেলার আমিরপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আতাউলের চর নামের একটি চিংড়ির ঘেরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছিলেন। রোববার সন্ধ্যায় ওই ঘেরে প্রতিপক্ষের লোকদের সঙ্গে তার সংঘর্ষ হলে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬/আপডেট: ০৯০০ ঘণ্টা,
এমআরএম/আরআইএস/এসএনএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।