রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১,২ ও প্যানেল চেয়ারম্যান ৩ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা পরিষদের কাউন্সিলর মো. আকবর আলী, মো. কামরুজ্জামান, মো. নুর ইসলাম, মোস্তফা হোসেন আলম ও মো. শফিকুর রায়হান নেতা।
প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা পরিষদের কাউন্সিলর মো. একরামুল হক, মো. নুরে আলম খন্দকার, মো. ফয়সল হাবিব সুমন ও অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।
প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মীরা মাহবুব ও মোছা. লতিফা বেগম।
নির্বাচন পরিচালনার শুরুতেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
নির্বাচন পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক ও জেলা পরিষদের আইন উপদেষ্টা নাগমা পারভীন জেবা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ