রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন ও ইউসুফ।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, কোস্টগার্ডের নামে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ এলাকার মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা টাকা নেওয়া সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি