ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবককে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবককে হস্তান্তর

শেরপুর: ভারতে কারাভোগ শেষে রবিকুল ইসলাম (২৯) নামে এক প্রতিবন্ধী বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন নাকুগাঁও চেকপোস্ট এলাকা দিয়ে তাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিকুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মৃত শামস উদ্দিনের ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সাত মাস ১০ দিন আগে পূর্বধলার বাঘমারা সীমান্ত দিয়ে নদীপথে রবিকুল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে আটকের পর প্রায় সাত মাস কারাভোগ শেষে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।