ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হত্যা মামলায় মেয়র মীরু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সাংবাদিক হত্যা মামলায় মেয়র মীরু গ্রেফতার

ঢাকা: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মীরু শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বাংলানিউজকে জানান, গ্রেফতার অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ও ঢাকা ডিবি পুলিশ। তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে।

২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র মীরুর শটগানের গুলিতে আহত সাংবাদিক শিমুল ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র ও তার দুই ভাইসহ ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।