রোববার (৫ ফেব্রুয়ারি) আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুব সোবহানী এ জরিমানা করেন।
দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানেটারি ইন্সপেক্টর) মোহা. কামরুল হাসান সবুজবাগ থানার ৬৪ মাদারটেকের প্রিয়া সুইটস অ্যান্ড বেকারি থেকে গত বছরের ১৪ ডিসেম্বর নমুনা সংগ্রহ করেন।
পরীক্ষায় দেখা গেছে, দুধের চর্বি ১০ শতাংশ থাকার কথা থাকলেও ছিল মাত্র দুই শতাংশ।
আদালতের পর্যবেক্ষণ হলো, এতো নিম্নমানের রসগোল্লা দেখার অভিজ্ঞতা এ আদালতের ইতোপূর্বে কখনই হয়নি। আসামি একজন নারী হওয়াতে তার একটি দুগ্ধপোষ্য শিশুসহ আরও দু’টি শিশু সন্তান রয়েছে। উপরোক্ত বিষয়ের পাশাপাশি ভোক্তাদের জনস্বাস্থ্য সম্পর্কিত সামগ্রিক প্রভাব বিস্তারের গুরুত্ব বিবেচনায় আসামিকে সর্বোচ্চ জরিমানা দণ্ড দেওয়া আদালতের যুক্তিযুক্ত মনে হয়েছে।
২৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিন পান আসামি। রায় ঘোষণার দিন আসামি আদালতে হাজির ছিলেন। এসময় তিনি দোষ স্বীকার করে জানান, বাইরে থেকে ছানা কিনে রসগোল্লা তৈরি করতেন।
আসামি জরিমানার টাকা দিয়েছেন এবং ভবিষ্যতে আর এমনটা হবে না বলে আদালতকে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমআইএইচ/আরবি