রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
মহিদুল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার আব্দুস ছামাদের ছেলে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তিস্তা কাচারি বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় চালক ও সহকারী চালক পালিয়ে গেলে মাদক ব্যবসায়ী মহিদুলকে আটক করা হয়।
এ ঘটনায় মহিদুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরবি/