ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বরিশালে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালে সাগর শীল (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাসার বাথরুমের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সাগর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রামনগর তাতেরকাঠি গ্রামের স্বপন শীলের ছেলে এবং বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিল।

পড়ালেখার সুবাদে সাগর বরিশাল নগরের ঝাউতলা সংলগ্ন এলাকায় অ্যাডভোকেট ইসহাক মিয়ার বাসার চতুর্থ তলায় ভাড়া থাকতো।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন বাংলানিউজকে জানান, সন্ধ্যা থেকে রুমমেটরা খোঁজ পাচ্ছিলো না সাগরের। পরে তারা বাসার বাথরুমের ভেতরে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।