দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নকারী অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের দেশে অভ্যন্তরীণ বিনিয়োগ কমে গেছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, মূল প্রশ্নের সঙ্গে তার সম্পূরকের কোনো সম্পর্ক নাই। তারপরেও বলছি, কেননা উনি কিছু বলেছেন। উনার (প্রশ্নকারীর) তথ্য সব ভুল...সব ভুল, কারণ ইনসেনটিভ এখনও আছে। আর বিনিয়োগ হচ্ছে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ.. বিশেষ এই বছরে ভালোভাবেই হচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় অনেক উচ্চ হারে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ ২১ % থেকে ২৩% উন্নীত হয়েছে।
অপর এক প্রশ্নকারীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে যেমন কৃষি ঋণ, ভুট্টাসহ কয়েকটি পণ্যে ৪% হার সুদে ঋণ দেওয়া হয়। আর গবাদি পশু পালনে ৫ হার সুদে ঋণ দেওয়া হয়। বাকি ঋণের সুদের হার ব্যাংক ঠিক করে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসএম/পিসি